Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাসপাতালে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা আকাশ


 

হাসপাতালে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা আকাশ





Atanu Hazra 
Sangbad Prabhati, 28 April 2024
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ। সূর্যের তেজে কাহিল মানুষ জন। তাপমাত্রা কখনও কখনও ৪৩-৪৫ ডিগ্রি উঠে যাচ্ছে। প্রচন্ড গরমে রক্ত সংকট শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। এই কঠিন পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'আকাশ '। 

অতিরিক্ত গরমের কারণে রবিবার তাঁরা তাদের কার্যালয়ে একটি সান্ধ্য কালীন রক্তদান শিবিরের আয়োজন করে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অয়ন চক্রবর্তী বলেন, বছরের বিভিন্ন সময় তাঁদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট চলছে। প্রচুর মানুষ রক্তের জন্য সমস্যায় পড়ছেন। মুমূর্ষু মানুষগুলোকে রক্তের সমস্যা থেকে মুক্তি দিতেই স্বেচ্ছাসেবী সংস্থা 'আকাশ' আজকের এই রক্তদান শিবির করেছে। ৫০ জন রক্তদাতা আজ রক্তদান করেন এবং সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। মানুষ যাতে রক্তের অভাবে কোনো সমস্যায় না পড়েন তাই তাঁরা প্রজেক্ট ধমনী নামে একটি প্রজেক্ট চালান যেখানে তাঁদের সদস্যরাই সরাসরি বিভিন্ন জায়গায় গিয়ে রক্ত দিয়ে আসেন। আকাশ পরিবার শুধু রক্তদান শিবিরই নয় সারা বছর নিরবচ্ছিন্ন ভাবে সামাজিক কাজ করে যায়।