Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাক রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ


 

প্রাক রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 




Sangbad Prabhati, 16 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার গলসি বিধানসভার রণডিহা গ্রামের চণ্ডীমন্দির থেকে প্রাক রামনবমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। 

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মিডিয়া ইনচার্জ কৌশিক মাজি সহ অন্যান্যরা।

এছাড়া এদিন দুপুরে বর্ধমান উত্তর বিধানসভার আমড়া এলাকায় জনসম্পর্ক কর্মসূচিতে গ্রাম পরিদর্শনের পাশাপাশি এলাকার শিব মন্দিরেও যান। আমড়ায় গাড়ি থেকে নামতেই এলাকা মহিলারা উলুধ্বনি দিয়ে ফুল ছড়িয়ে মালা পড়িয়ে দিলীপ ঘোষ কে বরণ করে নেন।

মঙ্গলবার শক্তিগড়-আমড়ায় ল্যাংচার দোকানের সামনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ-কে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কীর্তি আজাদ-কে কটাক্ষ করে বলেন, উনি এবার ভেরেন্ডা ভাজবেন।