জামালপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
Sangbad Prabhati, 13 April 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রের জন্য আগামী ১৩ মে ভোট গ্রহণ হবে। একদিকে যেমন সব দলের নেতৃত্ব নিজেদের দলীয় প্রার্থীকে নিয়ে ব্যাপক ভাবে প্রচার শুরু করেছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ভোটারদের মনের মধ্যে থেকে ভয় ভীতি কাটাতে জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
ভোটার দের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট দিতে যেতে উদবুদ্ধ করা হচ্ছে। শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চকদিঘী পঞ্চায়েতের বিষ্ণুবাটি গ্রামে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়।
অতিরিক্ত জেলা শাসক ছাড়াও ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলার নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল তীর্থ সামন্ত, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং সহ অন্যান্যরা। তাঁরা বিষ্ণুবাটী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন।