Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ


 

জামালপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ




Atanu Hazra
Sangbad Prabhati, 13 April 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রের জন্য আগামী ১৩ মে ভোট গ্রহণ হবে। একদিকে যেমন সব দলের নেতৃত্ব নিজেদের দলীয় প্রার্থীকে নিয়ে ব্যাপক ভাবে প্রচার শুরু করেছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ভোটারদের মনের মধ্যে থেকে ভয় ভীতি কাটাতে জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

 ভোটার দের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট দিতে যেতে উদবুদ্ধ করা হচ্ছে। শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চকদিঘী পঞ্চায়েতের বিষ্ণুবাটি গ্রামে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়।

 অতিরিক্ত জেলা শাসক ছাড়াও ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলার নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল তীর্থ সামন্ত, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং সহ অন্যান্যরা। তাঁরা বিষ্ণুবাটী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন।