Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Terra বর্ধমানে লক্ষ্মীপুরমাঠ জি টি রোডের ধারে টেরা'র আকর্ষণীয় বিপণন কেন্দ্র

 


  Terra  


বর্ধমানে লক্ষ্মীপুরমাঠ জি টি রোডের ধারে টেরা'র আকর্ষণীয় বিপণন কেন্দ্র 




Sangbad Prabhati, 12 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে মুদিখানা, কসমেটিক্স, স্টেশনারি থেকে নানান সামগ্রী বিপণনের ক্ষেত্রে টেরা (Terra) ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে। ক্রেতা সাধারণের সুবিধার বিষয়টি ভাবনায় রেখেই বর্ধমান কার্জনগেট সংলগ্ন বিপণন কেন্দ্রের পর Terra তাদের আরও একটি বিপণন কেন্দ্র চালু করলো। বর্ধমান শহরে লক্ষ্মীপুরমাঠ কলেজ মোড় থেকে একটু এগিয়ে বেনফেড লেনের বিপরীতে জি টি রোডের ধারে চালু হয়েছে টেরা'র দ্বিতীয় শোরুম কাম বিপণন কেন্দ্র। 

টেরা'র বর্ধমানের কেন্দ্রগুলোর কর্ণধার জ্যোতির্ময় চৌধুরী ও ময়ূখ চৌধুরী জানান, বর্ধমান শহর ক্রমশঃ বাড়ছে। কার্জনগেট সংলগ্ন জায়গায় রয়েছে তাদের প্রথম বিপণন কেন্দ্র। কিন্তু বর্ধমান জুড়ে রয়েছেন ক্রেতারা। তাদের সুবিধার জন্যই বর্ধমানে দ্বিতীয় বিপণন কেন্দ্র চালু করা হলো। ৫০০ টাকার উপরে কেনাকাটা হলেই হোম ডেলিভারি ব্যবস্থা চালু করা হয়েছে। অনলাইনেও বুকিং করে ঘরে বসেই প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। 

টেরা'র অন্যতম পরিচালক রাজীব চৌধুরী, জানান, মুদিখানা, কসমেটিক্স, স্টেশনারি থেকে সব রকমের উৎকৃষ্ট মানের সামগ্রী পাবেন ক্রেতারা। সোমবার চালু হলো টেরা'র দ্বিতীয় শোরুম কাম বিপণন কেন্দ্র। 

উদ্বোধনী অফার হিসেবে দুদিনের জন্য যেকোনও কেনাকাটার উপর অতিরিক্ত ৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। তিনি বর্ধমানবাসীকে তাদের নতুন বিপণন কেন্দ্রে স্বাগত জানাচ্ছেন।