Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Pranay Chand Mahatav বর্ধমান রাজ এস্টেট-এর ছোট রাজকুমার ডঃ প্রণয় চন্দ্ মহতাব এর স্মরণানুষ্ঠান


 

Pranay Chand Mahatav

বর্ধমান রাজ এস্টেট-এর ছোট রাজকুমার ডঃ প্রণয় চন্দ্ মহতাব এর স্মরণানুষ্ঠান 




Sangbad Prabhati, 23 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান রাজ এস্টেট-এর ছোট রাজকুমার প্রয়াত ডঃ প্রণয় চন্দ্ মহতাব কে স্মরণ করলো বর্ধমান সর্বমঙ্গলা ট্রাস্ট। ২২ মার্চ  সর্বমঙ্গলা মাতার মন্দির সংলগ্ন নাটমন্দিরে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। উল্লেখ্য ডঃ প্রণয় চন্দ্ মহতাব বর্ধমান সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য ছিলেন। 

এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট কমিটি সভাপতি তথা বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, কাউন্সিলর স্বীকৃতি হাজরা, সমাজসেবী জয়দেব মুখার্জী, শীর্ষেন্দু সাধু, স্বপন হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

 সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং আয়োজনের দায়ীত্বে ছিলেন ট্রাস্ট কমিটির পক্ষে আইনজীবী সঞ্জয় ঘোষ। এদিনের স্মরণানুষ্ঠানে পুষ্পার্ঘ্য নিবেদন ও পঞ্চ পুরোহিত দ্বারা গীতাপাঠের মধ্যে দিয়ে প্রয়াত ছোট রাজকুমারকে স্মরণ করে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড।