বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
Sangbad Prabhati, 29 March 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ শুক্রবার নির্বাচনী ময়দানে নেমেই ওভার বাউন্ডারি দিয়ে জনগণের বিপুল হাততালি পেলেন। এদিন গলসি বিধান সভার কোলকোল শিব মন্দিরে পুজো দিয়ে গলসি বিধান সভা এলাকায় প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদ। এলাকায় হাঁটতে হাঁটতে মানুষের সঙ্গে কথা বলেন। দলীয় কর্মী সমর্থকদের আবদার মেনে সেলফিও তোলেন।
গলসি উচ্চগ্রামে রাস্তায় আদিবাসী পুরুষ মহিলাদের সঙ্গে নৃত্যের ছন্দে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক নেপাল ঘড়ুই, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। এদিন তৃণমূলের প্রার্থীকে কাছে পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মধেও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। প্রার্থীকে সকলের মধ্যে মিশে যেতে দেখে গ্রামবাসীদের মধ্যেও বিশেষ উদ্দীপনার সঞ্চার হয়। প্রার্থীর হাত ধরেই স্থানীয় মানুষ গলসি থেকে বিজেপি-কে বিরাট ভোটে হারানোর হুংকার দেয়।
গলসির গলি গ্রামে ছেলেদের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। গ্রামে মাঠে ৬ মেরে বাউন্ডারির বাইরে বল পাঠালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা তথা তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।