Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামীণ চিকিৎসকদের সর্প দংশন ও কালা জ্বরের প্রশিক্ষণ



গ্রামীণ চিকিৎসকদের সর্প দংশন ও কালা জ্বরের প্রশিক্ষণ 




Atanu Hazra
Sangbad Prabhati, 21 March 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে সর্প দংশন ও কালা জ্বরের উপর ট্রেনিং দেওয়া হয় আজ। ব্লকের ৫০ জন গ্রামীণ চিকিৎসক আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 
ট্রেনিং দিতে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ চন্দন মজুমদার। গ্রামের মানুষদের শারীরিক কোনো অসুবিধা হলে তাঁরা আগে এই গ্রামীণ চিকিৎসকদের কাছেই যান। তাই সর্প দংশনের কোনো রুগী তাঁদের কাছে গেলে কি করণীয় আর কি করা উচিৎ নয় সে সম্পর্কে তাঁদের সচেতনতার পাঠ দেওয়া হয়। এছাড়াও কালা জ্বরের মশা কোথায় কিভাবে ডিম পাড়ে বা এই রোগের চিকিৎসা কী সেবিষয়ে অবহিত করা হয়।
 ব্লক স্বাস্থ্য আধিকারিক চন্দন মজুমদার জানান গ্রামীণ চিকিৎসকরা গ্রামের মানুষের চিকিৎসার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন তাই তাঁদের সচেতন করা গেলে তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন বা উপকৃত হবেন। আর গ্রামীণ চিকিৎসকদের চিকিৎসা করতেও অনেক সুবিধা হবে। গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে সুরমান আলী মল্লিক, শেখ ইমতিয়াজ, রাশেদ আলী হালদার সহ অন্যান্যরা এই ট্রেনিং পেয়ে খুব খুশি। তাঁরা ব্লক স্বাস্থ্য আধিকারিককে ধন্যবাদ জানান। একই সঙ্গে সব সময়ই সরকারের পাশে থেকে কাজ করতে চান বলে জানান।