Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রাক্তনীদের সংগঠন চিরন্তনীর উদ্যোগে রক্তদান শিবির


 

বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রাক্তনীদের সংগঠন চিরন্তনীর উদ্যোগে রক্তদান শিবির 




Sangbad Prabhati, 24 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নির্বাচনী দামামা বেজে যাওয়ায় রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজন সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের ব্যস্ততা বেড়েছে। অন্যদিকে কয়েক দিন ধরেই হোলির আবহ চলছে। এসবের পাশাপাশি সূর্যের উত্তাপও বাড়ছে। স্বাভাবিক ভাবেই রক্তদান শিবির আয়োজনের সংখ্যা কমছে। ফলে হাসপাতালে রক্তের সঙ্কট বাড়ছে। 

উদ্ভূত পরিস্থিতি নিরসনে এগিয়ে এসেছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন চিরন্তনী। রক্তের জোগান বাড়ানোর জন্য চিরন্তনীর পক্ষ থেকে বিদ্যালয় এর রাজন্দ্র ভবনে রবিবার রক্তদান শিবির আয়োজন করা হয়। মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে ওম ব্লাড সেন্টার। 

রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিদ্যালয়ের প্রাক্তনী দেবাশীষ কোনার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্তী সহ সজল রাজা, ফজলুল হক, অধ্যাপক সত্যদর্শন দত্ত সহ অন্যান্যরা।

উল্লেখ্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করার বার্তা দিতে রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়। শিবিরে গাছ গ্রূপের পক্ষ থেকে চারা গাছ দিয়ে সহযোগিতায় সামিল হয়।