Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রাক্তনীদের সংগঠন চিরন্তনীর উদ্যোগে রক্তদান শিবির


 

বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রাক্তনীদের সংগঠন চিরন্তনীর উদ্যোগে রক্তদান শিবির 




Sangbad Prabhati, 24 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নির্বাচনী দামামা বেজে যাওয়ায় রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজন সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের ব্যস্ততা বেড়েছে। অন্যদিকে কয়েক দিন ধরেই হোলির আবহ চলছে। এসবের পাশাপাশি সূর্যের উত্তাপও বাড়ছে। স্বাভাবিক ভাবেই রক্তদান শিবির আয়োজনের সংখ্যা কমছে। ফলে হাসপাতালে রক্তের সঙ্কট বাড়ছে। 

উদ্ভূত পরিস্থিতি নিরসনে এগিয়ে এসেছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন চিরন্তনী। রক্তের জোগান বাড়ানোর জন্য চিরন্তনীর পক্ষ থেকে বিদ্যালয় এর রাজন্দ্র ভবনে রবিবার রক্তদান শিবির আয়োজন করা হয়। মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে ওম ব্লাড সেন্টার। 

রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিদ্যালয়ের প্রাক্তনী দেবাশীষ কোনার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্তী সহ সজল রাজা, ফজলুল হক, অধ্যাপক সত্যদর্শন দত্ত সহ অন্যান্যরা।

উল্লেখ্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করার বার্তা দিতে রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়। শিবিরে গাছ গ্রূপের পক্ষ থেকে চারা গাছ দিয়ে সহযোগিতায় সামিল হয়।