Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সাইকেলে চড়ে জনসংযোগে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ


 

সাইকেলে চড়ে জনসংযোগে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 21 March 2024

জগন্নাথ ভৌমিক, দুর্গাপুর : বৃহস্পতিবার দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটে হুলুস্থুল কাণ্ড। সবার মুখে একটাই নাম কীর্তি আজাদ। সাইকেলে চড়ে বাজার করতে এসেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। কোনও গল্প কথা নয়। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ ভোটে লড়ছেন। ১৮ তম লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। খেলার মাঠের মতো নির্বাচনী ময়দানেও সকলকে টেকা দিতে প্রস্তুত। তাইতো কমিশন ভোটের নির্ঘন্ট ঘোষণা করার আগেই নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। দুর্গাপুর ইস্পাত নগরীতে বাসাও নিয়েছেন। বৃহস্পতিবার সকালে সাইকেলে চড়ে জনসংযোগে বেরিয়ে পড়েন তৃণমূলের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সাইকেলে চড়ে কীর্তি আজাদ সোজা পৌঁছে যান দুর্গাপুরের চন্ডিদাস মার্কেটে। 

আর পাঁচজন ক্রেতার সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বাজার করার সাথে সাথে ভোটের প্রচারও করলেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। বাজার ঘুরে পছন্দের সবজি ও মাছ কিনলেন। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে সামনে পেয়ে বাজারে ক্রেতা বিক্রেতা সকলেই খুশি।