Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আধুনিক যাত্রা পালার জনক মতিলাল রায় স্মরণে যাত্রা উৎসব


 

আধুনিক যাত্রা পালার জনক মতিলাল রায় স্মরণে যাত্রা উৎসব



Sangbad Prabhati, 2 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আধুনিক যাত্রা পালার জনক মতিলাল রায় স্মরণে আয়োজিত হলো যাত্রা উৎসব। পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর ভাতছালা ধীরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসবের সূচনা হয়। চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উল্লেখ্য রাজাপুর ভাতছালা গ্রামে মতিলাল রায় জন্ম গ্রহণ করেন। তাঁকে স্মরণ রেখে প্রতি বছর যাত্রা উৎসবের আয়োজন করা হয়। এবছর ৩০ যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, গ্রাম বাংলায় জনশিক্ষার অন্যতম মাধ্যম যাত্রা। সেই যাত্রা শিল্প বিলুপ্তির পথে চলে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে সেই যাত্রা শিল্প পুনরুজ্জীবিত হয়েছে। শিল্পীরা সম্মান পেয়েছেন। জনদরদী মুখ্যমন্ত্রী সব ধরনের লোক শিল্পীদের জন্য মাসে ১০০০ টাকা করে সাম্মানিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।