Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আধুনিক যাত্রা পালার জনক মতিলাল রায় স্মরণে যাত্রা উৎসব


 

আধুনিক যাত্রা পালার জনক মতিলাল রায় স্মরণে যাত্রা উৎসব



Sangbad Prabhati, 2 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আধুনিক যাত্রা পালার জনক মতিলাল রায় স্মরণে আয়োজিত হলো যাত্রা উৎসব। পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর ভাতছালা ধীরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসবের সূচনা হয়। চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উল্লেখ্য রাজাপুর ভাতছালা গ্রামে মতিলাল রায় জন্ম গ্রহণ করেন। তাঁকে স্মরণ রেখে প্রতি বছর যাত্রা উৎসবের আয়োজন করা হয়। এবছর ৩০ যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, গ্রাম বাংলায় জনশিক্ষার অন্যতম মাধ্যম যাত্রা। সেই যাত্রা শিল্প বিলুপ্তির পথে চলে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে সেই যাত্রা শিল্প পুনরুজ্জীবিত হয়েছে। শিল্পীরা সম্মান পেয়েছেন। জনদরদী মুখ্যমন্ত্রী সব ধরনের লোক শিল্পীদের জন্য মাসে ১০০০ টাকা করে সাম্মানিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।