Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে যুব কর্মী সম্মেলনের মাধ্যমে তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর প্রচার


 

মেমারিতে যুব কর্মী সম্মেলনের মাধ্যমে তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর প্রচার 




Sangbad Prabhati, 17 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার -কে নিয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন হলো মেমারিতে। রবিবার মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস এই কর্মী সম্মেলনের আয়োজন করে। মেমারি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ঝাপানতলা‌য় এই কর্মী সম্মেলনে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি সন্দীপ বসু সহ মেমারি পৌরসভার কাউন্সিলররা এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।

এই কর্মী সম্মেলন থেকে সকল নেতৃত্ব বার্তা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত করতে যেভাবে কাজ করার দরকার করতে হবে। পরাজয় এর কোন মূল্য নেই। যে ছেলে পড়াশোনা করে পরীক্ষায় ফেল করলো আর একটি ছেলে খেলাধুলা করে পরীক্ষায় পাশ করল মূল্যায়নে যে পাশ করলো তাকেই ভালো ছেলে বলা হয়। এই উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন জয় নিশ্চিত করতে হবে আগের নির্বাচনের ফলাফল থেকে এগিয়ে কত ভালো ফল দিতে পারবেন সেই ব্যাপারে উদ্যোগী হন। 

প্রার্থী ডাঃ শর্মিলা সরকার নিজে জানান, তিনি রাজনীতিতে নতুন। সুতরাং রাজনৈতিক বক্তব্য বিশেষ দিতে পারবেন না। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অধ্যাপক‌। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন, দিদির সৈনিকরা পাশে থাকলে জয় নিশ্চিত হবে এবং তিনি চান সাংসদ হিসেবে নির্বাচিত হলে সাধারণ মানুষের কথা দিল্লিতে পৌঁছাতে সর্বতোভাবে প্রয়াসী থাকবেন।