Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তিনদিন ব্যাপী আয়োজিত মতুয়া মহাসম্মেলন চলছে জৌগ্রামে


 

তিনদিন ব্যাপী আয়োজিত মতুয়া মহাসম্মেলন চলছে জৌগ্রামে





Atanu Hazra
Sangbad Prabhati, 15 March 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রামের কলুপুকুরে অনুষ্ঠিত হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মহাসম্মেলন। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের জৌগ্রাম আঞ্চলিক কমিটির পরিচালনায় তিন দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনের সূচনা হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের সংহাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জৌগ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা মন্ডল সহ অন্যান্যরা। 

পরে সাংসদ মমতাবালা ঠাকুর আবুইঝাটি ১ অঞ্চলেও যান। সেখানে উপস্থিত ছিলেন প্রধান রমজান শা। কেন্দ্র সরকারের সিএএ নিয়ে তিনি তীব্র প্রতিবাদ করেন তিনি। তিনি বলেন, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা বলেছিলেন আশ্রয় নেওয়া ব্যক্তি আর অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য জানেন না মুখ্যমন্ত্রী। এই প্রশ্নের উত্তরে মমতা বালা ঠাকুর বলেন, ওনারা জানে বলেই এমন আইন তৈরি করেছেন। সেই আইনের যে ৯ টি ধারা তৈরি হয়েছে যা ডকুমেন্ট দিতে হবে তা কোন মানুষের কাছেই নেই। তাহলে নাগরিকত্ব হবে কি করে? তারা বলছে নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছে। তাহলে এতগুলো শর্ত কেন বেঁধে দিলেন? তিনি যথেষ্ট আশাবাদী যে রাজ্যের মতুয়া ভোট তাঁদের দিকেই থাকবে। শুধু তাই নয় তিনি আরও বলেন নাগরিকত্বের জন্য মতুয়ারা কোনো রকম ফর্ম করবেন না। মতুয়াদের এই সম্মেলনে লোকজন খুব বেশি দেখা যায়নি যেটা নিশ্চয়ই চিন্তায় ফেলবে তৃণমূল কংগ্রেসকে।