Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লোকসভা নির্বাচন : ইভিএম ব্যবহারে ভোটার সচেতনতা অনুষ্ঠান


 

লোকসভা নির্বাচন : ইভিএম ব্যবহারে ভোটার সচেতনতা অনুষ্ঠান 




Sangbad Prabhati, 2 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সামনেই লোকসভা নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে জনসচেতনতা গড়ে তুলতে নির্বাচন দপ্তর ময়দানে নেমে পড়েছে। সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিশিপেশন কর্মসূচিতে ১ মার্চ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুল ডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম মেশিন ব্যবহারের একটি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। 

জানা যায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের প্রতিটি বুথেই এই প্রোগ্রাম করা হবে। এখানে বি এল ও এবং সাধারণ মানুষদের ইভিএম মেশিনের সঠিক ব্যবহার সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। যাতে করে সাধারণ মানুষ সঠিকভাবে ইভিএম মেশিন ব্যবহার সম্পর্কে জানতে পারে। এটাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য বলে জানা যায়। অনেকেই সঠিক ভাবে ইভিএম মেশিন ব্যবহার করতে পারেন না তাই লোকসভা নির্বাচনের আগেই তাদের এই ট্রেনিং এর মাধ্যমে ইভিএম মেশিন ব্যবহার শেখানো হচ্ছে। যাতে তাদের ভোট দিতে কোন রকম অসুবিধে না হয়।