Accident
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত, ভর্তি এসএসকেএম হাসপাতালে
Sangbad Prabhati, 14 March 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পেজে ছবিতে দেখা যাচ্ছে মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে। সূত্রের খবর বাড়িতে পড়ে গিয়েই মাথায় চোট পেয়েছেন।
দলীয় সূত্রের খবর, তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পড়ে গিয়ে চোট পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে কি ভাবে দুর্ঘটনা ঘটেছে সঠিক জানা যায় নি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন সংবাদ প্রভাতী'র পক্ষ থেকে এটাই কামনা।