Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SBI Loan Mela বর্ধমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ মেলায় বিপুল সাড়া



SBI Loan Mela 
বর্ধমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ মেলায় বিপুল সাড়া



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 11 February 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার বর্ধমান রিজওন এর উদ্যোগে শহর বর্ধমানের টাউন হল প্রাঙ্গনে আয়োজিত হলো একদিনের মেগা ঋণ মেলা। এই ঋণ মেলায় বর্ধমানের বিল্ডার ডেভেলপারদের পাশাপাশি কলকাতা থেকেও এসেছিলেন নামিদামি কয়েকটি ডেভেলপার এবং বিল্ডার কোম্পানি। 

সাধারণ মানুষ যারা নতুন বাড়ি কিনতে চান তারা সরাসরি বিল্ডারদের বিভিন্ন আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেয়েছেন এই মেলার মাধ্যমে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান ডিজিয়ন এর চিফ ম্যানেজার কঙ্কন চৌধুরী জানান, ৩৯১ জন এই মেলায় নতুন বাড়ি বা ফ্লাট কিনবেন বলে অনুসন্ধান করেছেন। এছাড়া বহু মানুষ এসেছেন যারা বাড়ি তৈরির ঋণ পাবার ক্ষেত্রে খুঁটিনাটি খোঁজখবর নিয়েছেন। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্ধমান রিজিয়নের কর্মকর্তাদের আশা অন্তত ৩০ টি প্রকল্প ৭ দিনের মধ্যেই বাস্তবায়িত হবে এবং এদিনই দুজন বাড়ি কিনবেন এমন গ্রাহকদের মেলা প্রাঙ্গণ থেকে স্পট স্যাংশন দেওয়া হয়েছে। 

এই মেলা পরিদর্শনে এসেছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান রিজওন এর মডিউল হেড ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার সিং। মেলার সামগ্রিক ব্যবস্থাপনায় তিনিও খুশি। এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান ডিজিয়ন এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (রেসম্যাক) অরিজিৎ চন্দ, চিফ ম্যানেজার সঞ্জয় কুমার সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের আশা এই ঋণ মেলার মাধ্যমে তাদের ব্যবসা যেমন সম্প্রসারিত হবে তেমনি সাধারণ মানুষও বিশেষ উপকৃত হবেন। তারা ব্যাঙ্কের পরিষেবা গ্রহণ করে নিজেদের স্বপ্নের বাড়ির মালিক হতে পারবেন।