Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Recitation oriented workshop বর্ধমানে আবৃত্তি বিষয়ক তিন দিনের বিভাগীয় কর্মশালার উদ্বোধন


 

Recitation oriented workshop 

বর্ধমানে আবৃত্তি বিষয়ক তিন দিনের বিভাগীয় কর্মশালার উদ্বোধন 




Sangbad Prabhati, 23 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আবৃত্তি বিষয়ক তিন দিনের কর্মশালা শুরু হয়েছে বর্ধমান রবীন্দ্র ভবন ক্যাম্পাসে। বর্ধমান ডিভিশনের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী ও বীরভূম জেলা থেকে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির ভারপ্রাপ্ত সচিব মন্দাক্রান্তা মহলানবিশ। 

উপস্থিত ছিলেন কবিতা একাডেমির সদস্য তথা এই প্রশিক্ষণের প্রশিক্ষক প্রণতি ঠাকুর। দক্ষিণবঙ্গের বিশিষ্ট বাচিক শিল্পী ললিত কোনার, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল। 

জানা গেছে, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই কর্মশালা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জানান, বর্ধমান রবীন্দ্র ভবনের প্রকৃতির কোলে এই কর্মশালা আয়োজনে খুশি প্রশিক্ষকরা। 

আজ প্রশিক্ষক হিসেবে কবিতা একাডেমির সদস্য প্রণতি ঠাকুর। আগামী দুদিন আরও খ্যাতনামা ব্যাক্তিত্ব প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। ২৫ ফেব্রুয়ারী কর্মশালার শেষে সকল অংশ গ্রহণ কারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।