Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Inspector of police বর্ধমান থানার আইসি পদে দেবাঞ্জন ভট্টাচার্য


 

 Inspector of police 

বর্ধমান থানার আইসি পদে দেবাঞ্জন ভট্টাচার্য




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 15 February 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ পদে আসছেন দেবাঞ্জন ভট্টাচার্য। ১৪ ফেব্রুয়ারি রাজ্যের অ্যাডিশনাল ডিজি অ্যান্ড আইজিপি আদেশনামায় স্বাক্ষর করেছেন। দেবাঞ্জন ভট্টাচার্য ইতিপূর্বে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এর হাবড়ার সার্কেল ইন্সপেক্টর পদে ছিলেন। এদিকে বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাস বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এর হাবড়ার সার্কেল ইন্সপেক্টর পদে যাচ্ছেন। তবে বর্ধমান থানার আইসি'র রদবদল নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।

মাত্র ২০ দিনের মাথায় আইসি বদলের দ্বিতীয় আদেশনামা প্রকাশ হয়েছে। গত ২৬ জানুয়ারি প্রকাশিত আদেশনামায় দিব্যেন্দু দাস বর্ধমান থানার আইসি পদে পোস্টিং হন। উল্লেখ্য বর্ধমান থানায় আসার আগে দিব্যেন্দু দাস হুগলি জেলার শ্রীরামপুর থানার আইসি পদে ছিলেন। সেই সময় শ্রীরামপুর থানা দেশের মধ্যে সেরা থানার স্বীকৃতি পায়।

১৪ ফেব্রুয়ারির আদেশনামায় আরও ২২ জন ইন্সপেক্টরদের রদবদল হয়েছে।