Inspector of police
বর্ধমান থানার আইসি পদে দেবাঞ্জন ভট্টাচার্য
Sangbad Prabhati, 15 February 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ পদে আসছেন দেবাঞ্জন ভট্টাচার্য। ১৪ ফেব্রুয়ারি রাজ্যের অ্যাডিশনাল ডিজি অ্যান্ড আইজিপি আদেশনামায় স্বাক্ষর করেছেন। দেবাঞ্জন ভট্টাচার্য ইতিপূর্বে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এর হাবড়ার সার্কেল ইন্সপেক্টর পদে ছিলেন। এদিকে বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাস বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এর হাবড়ার সার্কেল ইন্সপেক্টর পদে যাচ্ছেন। তবে বর্ধমান থানার আইসি'র রদবদল নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।
মাত্র ২০ দিনের মাথায় আইসি বদলের দ্বিতীয় আদেশনামা প্রকাশ হয়েছে। গত ২৬ জানুয়ারি প্রকাশিত আদেশনামায় দিব্যেন্দু দাস বর্ধমান থানার আইসি পদে পোস্টিং হন। উল্লেখ্য বর্ধমান থানায় আসার আগে দিব্যেন্দু দাস হুগলি জেলার শ্রীরামপুর থানার আইসি পদে ছিলেন। সেই সময় শ্রীরামপুর থানা দেশের মধ্যে সেরা থানার স্বীকৃতি পায়।
১৪ ফেব্রুয়ারির আদেশনামায় আরও ২২ জন ইন্সপেক্টরদের রদবদল হয়েছে।