Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

IJA in protest সন্দেশখালিতে কর্তব্যরত সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে সরব ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা


 

IJA in protest

সন্দেশখালিতে কর্তব্যরত সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে সরব ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা 




Sangbad Prabhati, 20 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সন্দেশখালিতে কর্তব্যরত সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আইজেএ) এর পূর্ব বর্ধমান জেলা শাখা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সদস্যরা। মঙ্গলবার আইজেএ'র পক্ষ থেকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডলের কাছে ডেপুটেশন দেওয়া হয়। 

সংগঠনের পক্ষে জানানো হয়েছে, সন্দেশখালিতে যেভাবে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে তারা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। সেইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিও করা হয়েছে। এদিনের ডেপুটেশনে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের জেলা কমিটির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে রাজ্য কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।