Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Burdwan City Bus stand বর্ধমানের তিনকোনিয়াতে সিটি বাস স্ট্যান্ড চালুর দাবিতে আন্দোলনের উত্তাপ বাড়ছে


 

Burdwan City Bus stand

বর্ধমানের তিনকোনিয়াতে সিটি বাস স্ট্যান্ড চালুর দাবিতে আন্দোলনের উত্তাপ বাড়ছে 




Sangbad Prabhati, 5 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহর ও শহর সংলগ্ন অঞ্চল গুলির নাগরিকদের স্বার্থে বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চালাও-ব্যবসা বাঁচাও- মানুষের পরিবহন খরচ কমাও ' তিনকোনিয়াতে সিটি বাস স্ট্যান্ড চালুর দাবিতে, এবং "শশাঙ্ক বিল" ভরাটের বিরুদ্ধে রবিবার বর্ধমান লায়ন্স ক্লাব সেমিনার হলে বিভিন্ন গণসংগঠনের আহবানে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন কে পরিচালনার জন্য তুষার ঘোষ (যুগ্ম সম্পাদক পূর্ব বর্ধমান জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন), চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব), মেহেবুব আলম (শ্রমিক সংগঠনের নেতৃত্ব), স্বপন বিশ্বাস (শিক্ষক), নজরুল ইসলাম (শ্রমিক সংগঠনের নেতৃত্ব ) কে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়। এই কনভেনশনে একটি প্রস্তাব উত্থাপন করেন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তুষার মজুমদার। 

কনভেনশনে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা বাস মালিক এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক তুষার ঘোষ, বিজ্ঞান আন্দোলনের পক্ষে অধ্যাপক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী রমেন্দ্র সুন্দর মন্ডল, ব্যবসায়ী সংগঠনের পক্ষে আমজাদ হোসেন, বাস মালিক অতনু ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হক, শ্রমিক সংগঠনের পক্ষে দীপঙ্কর দে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডল, বি. বি. ঘোষ রোডের ব্যবসায়ী অপূর্ব রায়, বাস মালিক চন্দ্রশেখর মাঝি, বাস মালিক মানু সামন্ত প্রমূখ। 

কনভেনশনে আগামী দিনে আরও বড় আকারে বর্ধমান শহরের সমাজের সমস্ত অংশের মানুষদেরকে নিয়ে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। কনভেনশন শেষে সভাপতি মন্ডলীর পক্ষ থেকে শ্রমিক নেতা নজরুল ইসলাম আগামী ১লা মার্চ প্রশাসনের কাছে ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত ঘোষণা করে এদিনের কনভেনশন এর সমাপ্তি ঘোষণা করেন।