Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Burdwan City Bus stand বর্ধমানের তিনকোনিয়াতে সিটি বাস স্ট্যান্ড চালুর দাবিতে আন্দোলনের উত্তাপ বাড়ছে


 

Burdwan City Bus stand

বর্ধমানের তিনকোনিয়াতে সিটি বাস স্ট্যান্ড চালুর দাবিতে আন্দোলনের উত্তাপ বাড়ছে 




Sangbad Prabhati, 5 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহর ও শহর সংলগ্ন অঞ্চল গুলির নাগরিকদের স্বার্থে বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চালাও-ব্যবসা বাঁচাও- মানুষের পরিবহন খরচ কমাও ' তিনকোনিয়াতে সিটি বাস স্ট্যান্ড চালুর দাবিতে, এবং "শশাঙ্ক বিল" ভরাটের বিরুদ্ধে রবিবার বর্ধমান লায়ন্স ক্লাব সেমিনার হলে বিভিন্ন গণসংগঠনের আহবানে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন কে পরিচালনার জন্য তুষার ঘোষ (যুগ্ম সম্পাদক পূর্ব বর্ধমান জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন), চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব), মেহেবুব আলম (শ্রমিক সংগঠনের নেতৃত্ব), স্বপন বিশ্বাস (শিক্ষক), নজরুল ইসলাম (শ্রমিক সংগঠনের নেতৃত্ব ) কে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়। এই কনভেনশনে একটি প্রস্তাব উত্থাপন করেন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তুষার মজুমদার। 

কনভেনশনে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা বাস মালিক এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক তুষার ঘোষ, বিজ্ঞান আন্দোলনের পক্ষে অধ্যাপক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী রমেন্দ্র সুন্দর মন্ডল, ব্যবসায়ী সংগঠনের পক্ষে আমজাদ হোসেন, বাস মালিক অতনু ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হক, শ্রমিক সংগঠনের পক্ষে দীপঙ্কর দে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডল, বি. বি. ঘোষ রোডের ব্যবসায়ী অপূর্ব রায়, বাস মালিক চন্দ্রশেখর মাঝি, বাস মালিক মানু সামন্ত প্রমূখ। 

কনভেনশনে আগামী দিনে আরও বড় আকারে বর্ধমান শহরের সমাজের সমস্ত অংশের মানুষদেরকে নিয়ে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। কনভেনশন শেষে সভাপতি মন্ডলীর পক্ষ থেকে শ্রমিক নেতা নজরুল ইসলাম আগামী ১লা মার্চ প্রশাসনের কাছে ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত ঘোষণা করে এদিনের কনভেনশন এর সমাপ্তি ঘোষণা করেন।