সন্দেশখালি কান্ডের প্রতিবাদে বর্ধমানে পথে নামলো বামপন্থী মহিলারা
Sangbad Prabhati, 17 February 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানে গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে ধিক্কার মিছিল ও অবস্থান বিক্ষোভ সভা হয়। গণতান্ত্রিক মহিলা সমিতির তরফে জানানো হয় সন্দেশখালি জুড়ে সাধারণ মানুষের উপর পুলিশ প্রশাসনের অত্যাচার বন্ধ করতে এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বর্ধমানে মহিলারা পথে নেমেছেন। শনিবার তাঁরা বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জনগেটের সামনে আসেন। এখানে মহিলা সমিতির সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করে।
এদিনের আন্দোলনে নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রী অঞ্জু কর, ভারতী ঘোষাল, জেলা সভাপতি মনিমালা দাস, জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জী সহ অন্যান্যরা। এদিন বিক্ষোভ সভা থেকে জেলা পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।