১০০ দিনের কাজের মজুরদের সহায়তা কেন্দ্রের শেষ দিনেও মানুষের ভিড়
Sangbad Prabhati, 25 February 2024
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে সাত দিন ধরে ১০০ দিনের কাজের মজুরদের জন্য সহায়তা শিবির চলে। প্রতিটি পঞ্চায়েতের বাইরে ক্যাম্প করা হয়েছিল। কেন্দ্রের বঞ্চনার শিকার ১০০ দিনের কাজের মজুরদের প্রাপ্য টাকা রাজ্য সরকার নিজের উদ্যোগে মিটিয়ে দেবে। সেই মানুষ গুলোকে সহায়তা করার জন্য সাত দিন ধরে চলা শিবির রবিবার শেষ হলো। শিবিরে আসা প্রতিটি মানুষকে ফর্ম ফিলাপ করানো, তাঁদের ব্যাঙ্ক একাউন্ট চেক করার কাজ করে দিলেন দলীয় কর্মীরা। প্রতিদিনই এই ক্যাম্প গুলোতে অসহায় বঞ্চিত মানুষগুলো এসে তাঁদের ফর্ম ফিলাপ করে গেছেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ সমস্ত ব্লক নেতৃত্ব প্রতিটি অঞ্চলের এই ক্যাম্প গুলো পরিদর্শন করার পাশাপাশি সকলের সাথে কথা বলেন, কাজ ঠিক মতো হচ্ছে কিনা খতিয়ে দেখেন। শেষ দিনে জেলা ও রাজ্য থেকে প্রতিনিধি দল আসেন জামালপুরের ক্যাম্প গুলো পরিদর্শন করতে। ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। ব্লকের ক্যাম্প গুলো পরিদর্শন করে তাঁরা খুশি হয়েছেন। স্বরাজ ঘোষ বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালেন। কেন্দ্র সরকার জোর করে এই টাকা আটকে রেখে দিয়েছে। সেই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটালেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন ব্লকের প্রায় সমস্ত ১০০ দিনের কাজের মজুরই ফর্ম ফিলাপ করে ফেলেছেন। খুব শীঘ্রই ওনাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এই বিরাট একটা কাজ করার জন্য তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।