Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক উৎসব সারদা আশ্রমে


 

রামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক উৎসব সারদা আশ্রমে  




Sangbad Prabhati, 12 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক সাধারণ উৎসব অনুষ্ঠিত হল বর্ধমান সুভাষ পল্লী সারদা আশ্রমে। দুদিন ব্যাপী আয়োজিত ভক্ত সম্মেলনে রবিবার বহু মানুষ উপস্থিত ছিলেন। শ্রীমৎ ভগবত গীতাপাঠ, ভক্তিগীতি, আলোচনা, গীতি আলেখ্য, কালী কীর্তন প্রভৃতি হয়। 

প্রথম দিন শনিবার শ্রীমদ্ভগবত গীতা পাঠ ভক্তি আলোচনা করেন শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রম সিতাই কোচবিহার। ১১ ফেব্রুয়ারি রবিবার সকালে প্রভাত ফেরী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি। ভক্তিগীতি পাঠ করেন লক্ষণ বাগ। শ্রী রামকৃষ্ণ সারদা প্রসঙ্গে আলোচনা করেন অমলাত্মানন্দজী মহারাজ সম্পাদক সোমসার বাঁকুড়া। গীতি আলেখ্য, পরম পুরুষ রামকৃষ্ণ পরিচালনায় ডঃ রাম নারায়ণ পান সম্প্রদায়। এদিন সন্ধ্যায় কালী কীর্তন পাঠ পরিচালনায় শ্রীমৎ স্বামী শিবাত্মানন্দজী মহারাজ সম্পাদক বর্ধমান রামকৃষ্ণ সাত্মানন্দমঠ রাধানগর। 

সারদা আশ্রমের অধ্যক্ষ দুর্গেশানন্দজী মহারাজ জানালেন এই উৎসব উপলক্ষে তিন হাজার মানুষের ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন প্রতিবছর এইদিনে সাধারণ উৎসব করা হয়। পাশাপাশি আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মানুষপুত্র বেলুড় মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথি ও স্বামী গম্ভীরানন্দজী মহারাজের জন্মতিথিও একই সঙ্গে পালিত হলো।