স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কান্ড
Sangbad Prabhati, 7 February 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার ধুন্ধুমার কান্ড ঘটে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়ুয়ারা বুধবার স্মারকলিপি দিতে এলে তাদেরকে বাঁধা দেওয়া হয়। শুরু হয় পড়ুয়াদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্মীদের ঠেলাঠেলি এবং ধ্বস্তাধস্তি।
কয়েকজন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে রাজবাটী ক্যাম্পাসে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ। যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি, রেজিস্ট্রারকে ঠেলে ফেলে দেওয়া, হেনস্থা করা হয়েছে। রেজিস্ট্রারকে আটকাতে গিয়েই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধ্বস্তাধস্তি হয়েছে।