গুপ্ত যুগের বিষ্ণুমূর্তি ও প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার
Sangbad Prabhati, 29 February 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উদ্ধার শতাব্দী প্রাচীন গুপ্ত যুগের বিষ্ণুমূর্তি ও প্রাচীন শিবলিঙ্গ। ২৮ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণপূর্ব মঙ্গলকোটের পিণ্ডিরা গ্রামের মাঠ থেকে শতাব্দী প্রাচীন ওই বিষ্ণু মূর্তি এবং বহু পুরনো এক শিবলিঙ্গও উদ্ধার করেছে মঙ্গলকোট থানার পুলিশ। উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারী পিণ্ডিরা গ্রামের রায়পরিবারের এক মন্দির থেকে উধাও হয়ে গিয়েছিল এই শিবলিঙ্গ ও বিষ্ণুমূর্তিটি।
বুধবার মঙ্গলকোট থানার পক্ষ থেকে ওই মূর্তি গুলি পুজো দেওয়ার পর, এসডিপিও কাটোয়া এবং মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত অধিকারিক এর উপস্থিতিতে মূর্তি গুলি রায়পরিবারের হাতে তুলে দেওয়া হয় । রায়পরিবারের সদস্য ও গ্রামবাসীরা অত্যন্ত আনন্দের সঙ্গে বাজনা বাজিয়ে থানা থেকে ওই মূর্তিগুলি নিয়ে যায়।