মাধ্যমিক পরীক্ষার্থীদের ও অভিভাবকদের গোলাপ দিয়ে মন্ত্রীর শুভেচ্ছা
Sangbad Prabhati, 3 February 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এই পরীক্ষা যাতে ছাত্র-ছাত্রীরা সুন্দরভাবে দিতে পারে তার জন্য শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। শনিবার মন্ত্রী স্বপন দেবনাথ শ্রীরামপুরে ভবতারিণী গার্লস হাই স্কুল, নান্দাই পঞ্চায়েত এলাকার নতুন গ্রাম উচ্চ বিদ্যালয় এবং ধাত্রীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের বাইরে শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রীর হাত থেকে গোলাপ ফুল পেয়ে খুশি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা।