Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষ উদযাপন


 

রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষ উদযাপন




Sangbad Prabhati, 11 February 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বর্ধমানের লোকমঞ্চে এক আনন্দঘন আলোকোজ্জ্বল অনুষ্ঠান হয়ে গেল। ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ সুজিত কুমার চৌধুরী, হুড়িয়া পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ যশ, নার্সিং ইনস্টিটিউট পরিচালন কমিটির সম্পাদক কিশোর কুমার বিট, ইষ্ট ওয়েষ্ট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনামী মন্ডল, সমাজকর্মী কুমার নায়ার, ট্রাস্ট কমিটির সদস্য তুষার কান্তি বিট, রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ আর কনকালক্ষ্মী প্রমুখ। 

এরপর অতিথিরা আধুনিক নার্সিং পরিষেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ইনস্টিটিউটের পক্ষ থেকে অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইনস্টিটিউটের ছাত্রীরা। 

মূল অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ আর কনকালক্ষ্মী। এরপর ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংস্কৃতি লোকমঞ্চে সম্মিলিত ভাবে প্রদীপ জ্বালিয়ে দ্বিতীয় বর্ষ উদযাপন করে।সব শেষে সুরম্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।