গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে প্রাণী সম্পদ দপ্তরের বিশেষ উদ্যোগ
Sangbad Prabhati, 7 February 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রায় ৩০০০ মুরগি ছানা বিলি করা হলো । জামালপুর ব্লক অফিস থেকে জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত ও চকদিঘী পঞ্চায়েতের মোট ২৮০ জন উপভোক্তার হাতে ১০ টি করে মুরগি ছানা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক প্রানী আধিকারিক ইন্দ্রনীল বেরা, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। প্রত্যন্ত গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানান বিডিও পার্থ সারথী দে।
মেহেমুদ খান বলেন রাজ্যের প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পান। এই মুরগি ছানা গুলো প্রতিপালন করে অনেকটাই স্বনির্ভর হতে পারবেন এই মহিলারা। যা তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। সারাবছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে প্রাণী ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই ধরনের কাজ করা হয়।