Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বয়ম্বর গোষ্ঠীর উৎপাদিত হস্ত শিল্পের হাটের উদ্বোধন হলো সমুদ্রগড়ে


 

স্বয়ম্বর গোষ্ঠীর উৎপাদিত হস্ত শিল্পের হাটের উদ্বোধন হলো সমুদ্রগড়ে




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 11 February 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের উদ্যোগে স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যাদের দ্বারা উৎপাদিত হস্ত শিল্পের হাটের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড়ে পথের সাথী মোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসডিও শুভম আগারওয়াল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, পূর্বস্থলী ১ নম্বর সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ আরো অনেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগের আনন্দধারা প্রকল্প আধিকারিক শাশ্বতী দাস। 

স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের স্বনির্ভরতার জন্য পশ্চিমবঙ্গ সরকার ঋণ দিয়ে থাকেন। এই ঋণ নিয়ে মহিলারা ছোট ছোট ব্যবসা কুটির শিল্প ইত্যাদি করে স্বনির্ভর হতে পারেন। মহিলাদের স্বনির্ভর করাই ছিল এই সরকারের লক্ষ্য। এভাবেও কর্মসংস্থানের দিশা দেখানো যায় সেটা এ সরকার ভেবেছে। আজ এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দ্বারা উৎপাদিত হস্তশিল্পের হাটের উদ্বোধন করে তাদের তৈরি জিনিসপত্র বিপণনের একটি বড় সুযোগ করে দেওয়া হলো। যা খুবই ভালো উদ্যোগ।