Scrooling

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Winter story শীত-কথা


 

Winter story 

শীত-কথা


Winter story (Poem) written by
Shuvendu Sain

🟣 শুভেন্দু সাঁই


শেষ পোষে, অবশেষে,

বৃষ্টি এলো ঝাঁপিয়ে,

শীত দিলো কাঁপিয়ে। 

কাজকম্ম সব ফেলে, 

সবাই এখন লেপের তলে,

কোথায় যে যাই, সূয্যির দেখা নাই।

তবে জমবে ভারি, হলে খিচুরি,

বেগুনভাজা আর বাঁধাকপির তরকারি।

আরো আছে, যদি থাকে কাছে,

খেজুর গুড়,খুশ হুজুর,

পিঠেপুলি আর পাটি সাপ্টা,

টের পাবে ফকিরের বাপটা।


তবে কথা কই এই ফাঁকে,

যাঁরা ফুটে বা স্টেশনে থাকে।

একখানা কম্বল, সেটাই সম্বল,

ভিজে গেছে সেটা, ঠকঠকে কাঁপে,

এই পাপ কোন অভিশাপে?

পেটের খিদে, দিয়ে চাপা,

শুধুই এখন শীতে কাঁপা।

কিছুজন রাখে সমাজের মান,

শীতবস্ত্র করছে এদের দান। 


কেউ চলেছে পাহাড় কোলে,

নিচের কথা সব ভুলে,

বরফ পড়ুক এই আশাতে,

ফ্যামিলি ট্যুর, টগবগ খুশিতে।


কারোর পোষ মাস, কারোর সর্বনাশ,

কেউ চায় শীত যাক চলে,

কেউ বলে শীত গেল চলে! 

গরম কফিতে দিয়ে চুমুক,

ওদের কথা একটু ভাবুক।

শীতে করুন দান একটি বস্ত্র,

এটাই মানবিকতার মূল অস্ত্র।