Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Winter story শীত-কথা


 

Winter story 

শীত-কথা


Winter story (Poem) written by
Shuvendu Sain

🟣 শুভেন্দু সাঁই


শেষ পোষে, অবশেষে,

বৃষ্টি এলো ঝাঁপিয়ে,

শীত দিলো কাঁপিয়ে। 

কাজকম্ম সব ফেলে, 

সবাই এখন লেপের তলে,

কোথায় যে যাই, সূয্যির দেখা নাই।

তবে জমবে ভারি, হলে খিচুরি,

বেগুনভাজা আর বাঁধাকপির তরকারি।

আরো আছে, যদি থাকে কাছে,

খেজুর গুড়,খুশ হুজুর,

পিঠেপুলি আর পাটি সাপ্টা,

টের পাবে ফকিরের বাপটা।


তবে কথা কই এই ফাঁকে,

যাঁরা ফুটে বা স্টেশনে থাকে।

একখানা কম্বল, সেটাই সম্বল,

ভিজে গেছে সেটা, ঠকঠকে কাঁপে,

এই পাপ কোন অভিশাপে?

পেটের খিদে, দিয়ে চাপা,

শুধুই এখন শীতে কাঁপা।

কিছুজন রাখে সমাজের মান,

শীতবস্ত্র করছে এদের দান। 


কেউ চলেছে পাহাড় কোলে,

নিচের কথা সব ভুলে,

বরফ পড়ুক এই আশাতে,

ফ্যামিলি ট্যুর, টগবগ খুশিতে।


কারোর পোষ মাস, কারোর সর্বনাশ,

কেউ চায় শীত যাক চলে,

কেউ বলে শীত গেল চলে! 

গরম কফিতে দিয়ে চুমুক,

ওদের কথা একটু ভাবুক।

শীতে করুন দান একটি বস্ত্র,

এটাই মানবিকতার মূল অস্ত্র।