Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Kanchan Utsav বর্ধমানের অন্যতম আকর্ষণ ‘কাঞ্চন উৎসব' শুরু হচ্ছে ২০ জানুয়ারি, এক ঝলকে দেখে নিন ৯ দিনের চমক


 

Kanchan Utsav 

বর্ধমানের অন্যতম আকর্ষণ ‘কাঞ্চন উৎসব' শুরু হচ্ছে ২০ জানুয়ারি, এক ঝলকে দেখে নিন ৯ দিনের চমক




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 16 January 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমানের অন্যতম আকর্ষণ ‘কাঞ্চন উৎসব'। ২০২৪ এর কাঞ্চন উৎসব শুরু হবে ২০ জানুয়ারি। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ী মাঠে কৃষি, শিল্প, চিত্র, পুষ্প সবমিলিয়ে ৯ দিনের জমজমাট মিলন মেলা। কাঞ্চন উৎসবের মূল কান্ডারী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়ে বলেন, এবার ১৬ তম বর্ষে পদার্পণ করছে কাঞ্চন উৎসব। এবারে কাঞ্চন উৎসবের থিম “শিল্পকলা : মানবতার আর এক নাম”। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক তথা এলাকার কাউন্সিলর মানিক দাস, কাউন্সিলর নুরুল আলম (সাহেব), আনন্দ গোপাল সাহা সহ উৎসব কমিটির কর্মকর্তা তপন দাস, বরুণ দাস এবং অন্যান্যরা।

কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস জানান, ২০ জানুয়ারী সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণী তারকা শিল্পী প্রভু দেবা। সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, প্রদীপ মজুমদার, বেচারাম মান্না, স্বপন দেবনাথ সহ অন্যান্যরা। 

কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস আরও জানান, অন্যান্য বছরের মতো এবারও প্রতিদিন স্থানীয় এবং অতিথি শিল্পী সমন্বয়ে রয়েছে আকর্ষনীয় সব অনুষ্ঠান। 

২১ জানুয়ারি অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন সুরেশ ওয়াদকর। ২২ জানুয়ারী থাকবেন ঋষি সিং ও বিদীপ্তা চক্রবর্ত্তী। ২৩ জানুয়ারী অতিথি শিল্পী নীতি মোহন। ২৪ জানুয়ারী অতিথি শিল্পী বিশাল মিশ্র। ২৫ জানুয়ারী অতিথি শিল্পী সাচেত পরম্পরা। ২৬ জানুয়ারী অতিথি শিল্পী চঞ্চল চৌধুরী (বাংলাদেশ)। ২৭ জানুয়ারী অতিথি শিল্পী খেসারিলাল যাদব।

এছাড়া থাকবে নানান প্রতিযোগিতার আয়োজন। উৎসবের শেষদিন অর্থাৎ ২৮ জানুয়ারী সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের পর রাত ৮ টায় আতসবাজী প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।