Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Joyatu Netaji জয়তু নেতাজী


 

Joyatu Netaji

জয়তু নেতাজী 


🟣  সান্ত্বনা ব্যানার্জী

  

আয়রে রহিম আয়রে মহিম,

          যাবো যে ইস্কুল!

আনবো ধুপ, গাঁথব মালা,

          তুলতে হবে ফুল।

মোদের নেতার জন্মদিন

         পালন হবে আজ,

 ইস্কুল মাঠ করবো সাফাই,

           আছে অনেক কাজ।

প্রভাতফেরি, কুচকাওয়াজ,

            পতাকা উত্তোলন!

জয় হিন্দ ধ্বনির মাঝে

             করবো যে স্মরণ।

 স্বাধীনতা আনলে তুমি

          অনেক যুদ্ধ করে,

আজও তুমি আছো যে গো

           সবার মন জুড়ে।

দেশপ্রেমের প্রতীক তুমি

           মূর্ত সৈন্য সাজে,

 তোমার নাম উচ্চারণে 

           রণ দামামা বাজে।

আসমুদ্র হিমাচলে

          তুমিই নেতা যে!

তোমার আসন শূন্য আজও,

          পূর্ণ করবে কে !

তাইতো আজও আছো তুমি

           সবার হৃদয় মাঝে,

যুগ যুগ জিও মোদের নেতাজী

           আকাশে বাতাসে বাজে!