Joyatu Netaji
জয়তু নেতাজী
🟣 সান্ত্বনা ব্যানার্জী
আয়রে রহিম আয়রে মহিম,
যাবো যে ইস্কুল!
আনবো ধুপ, গাঁথব মালা,
তুলতে হবে ফুল।
মোদের নেতার জন্মদিন
পালন হবে আজ,
ইস্কুল মাঠ করবো সাফাই,
আছে অনেক কাজ।
প্রভাতফেরি, কুচকাওয়াজ,
পতাকা উত্তোলন!
জয় হিন্দ ধ্বনির মাঝে
করবো যে স্মরণ।
স্বাধীনতা আনলে তুমি
অনেক যুদ্ধ করে,
আজও তুমি আছো যে গো
সবার মন জুড়ে।
দেশপ্রেমের প্রতীক তুমি
মূর্ত সৈন্য সাজে,
তোমার নাম উচ্চারণে
রণ দামামা বাজে।
আসমুদ্র হিমাচলে
তুমিই নেতা যে!
তোমার আসন শূন্য আজও,
পূর্ণ করবে কে !
তাইতো আজও আছো তুমি
সবার হৃদয় মাঝে,
যুগ যুগ জিও মোদের নেতাজী
আকাশে বাতাসে বাজে!