Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Film festival বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৪ জানুয়ারি


 


 Film festival 


বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৪ জানুয়ারি

 



Sangbad Prabhati, 3 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২৫ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হচ্ছে ৪ জানুয়ারি। সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই উৎসব চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। বুধবার বর্ধমান খালুইবিল মাঠ মুক্ত মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন বর্ধমান চলচিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ। উপস্থিত ছিলেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সহ সভাপতি অনন্ত মন্ডল, তারকনাথ দত্ত, কোষাধ্যক্ষ সুজিৎ চট্টোপাধ্যায় এবং সদস্য জনার্ধণ রায়। সাংবাদিক সম্মেলনে বাপ্পাদিত্য দাঁ জানান, উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট পরিচালক শেখর দাস। উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গি নাহা, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে দেখানো হবে অঞ্জন দত্তের ভারতীয় বাংলা ছবি ‘চালচিত্র এখন’। ৫ জানুয়ারি প্রদর্শিত হবে ভারতীয় অসমিয়া ছবি অনুনাদ এবং ইজিপ্ট এর ছবি ক্রিম অফ দ্যা ক্রপ। ৬ জানুয়ারি প্রদর্শিত হবে বাংলাদেশ এর ছবি বিউটি সার্কাস এবং জার্মানীর ছবি কমিটমেন্ট ফোবিয়া। ৭ জানুয়ারি প্রদর্শিত হবে ভারতীয়, বাংলা ছবি লক্ষ্মীর পা এবং বাংলাদেশএর ছবি পায়ের ছাপ। প্রতিদিন সিনেমা শুরু হবে সন্ধ্যা ৬ টায়। 

বর্ধমান চলচিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ আরও জানান, উৎসবের প্রতিদিনের সিনেমা দেখার জন্য একটি প্রবেশপত্র রাখা হয়েছে। মাত্র ১৫০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। এছাড়া একদিনের প্রবেশপত্রের জন্য ৫০ টাকা লাগবে। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংস্কৃতি লোকমঞ্চের কাউন্টার থেকেই প্রবেশপত্র পাওয়া যাবে।