DM Change
পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে আসছেন বিধান চন্দ্র রায়
Sangbad Prabhati, 31 January 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানে নতুন জেলাশাসক হিসেবে আসছেন বিধান চন্দ্র রায় তিনি বর্তমানে বীরভূম জেলার জেলাশাসক পদে রয়েছেন। বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের আদেশে এই বদলির তালিকা প্রকাশ করা হয়েছে।
শীঘ্রই তিনি পূর্ব বর্ধমান জেলার দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের বর্তমান জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বদলি হয়েছেন বীরভূমের জেলার সব পদে উল্লেখ্য গত ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর রাজ্যপালের আদেশে তিনি পূর্ব বর্ধমানের জেলাশোক পদে অসীন হয়েছিলেন। মাত্র সাড়ে চার মাসের মাথায় তিনি বদলি হয়ে গেলেন।