Competition for the specially abled
বর্ধমানে রোটারী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃজেলা প্যারাথন প্রতিযোগিতা
Sangbad Prabhati, 22 January 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহরে অনুষ্ঠিত হল প্যারাথন। প্যারা অলিম্পিক যেমন বিশেষ ভাবে সক্ষমদের অলিম্পিক, প্যারাথন তেমনই বিশেষ ভাবে সক্ষমদের জন্য ম্যারাথন। ২১ জানুয়ারি রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথ এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন সকাল আটটায় বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়াম থেকে প্যারাথনের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ। ঝাড়খন্ড, বীরভূম, হুগলী, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের প্রায় একশো জন প্রতিযোগী প্যারাথনে অংশগ্রহণ করেন।
আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি সাবর্ণ কুমার দে জানান কৃত্রিম পা, ক্রাচ, হুইল চেয়ার, ট্রাই সাইকেল, অর্থোসিস এবং প্রসথেসিসের সাহায্য নিয়ে এই প্রতিযোগীরা প্রায় এক কিলোমিটার প্যারাথন সম্পূর্ণ করেন। শ্রী অরবিন্দ স্টেডিয়াম থেকে শুরু করে প্যারাথন শেষ হয় বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে।
যাত্রাপথ পুলিশ প্রশাসনের তত্বাবধানে এবং মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স এর উপস্থিতিতে সম্পূর্ণ হয়। প্যারাথন শেষে অংশগ্রহণকারীদের হাতে মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০ র প্রাক্তন জেলাপাল ডাঃ কুশনাভ পবি।