Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Competition for the specially abled বর্ধমানে রোটারী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃজেলা প্যারাথন প্রতিযোগিতা


 

Competition for the specially abled 

বর্ধমানে রোটারী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃজেলা প্যারাথন প্রতিযোগিতা 



Sangbad Prabhati, 22 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহরে অনুষ্ঠিত হল প্যারাথন। প্যারা অলিম্পিক যেমন বিশেষ ভাবে সক্ষমদের অলিম্পিক, প্যারাথন তেমনই বিশেষ ভাবে সক্ষমদের জন্য ম্যারাথন। ২১ জানুয়ারি রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথ এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন সকাল আটটায় বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়াম থেকে প্যারাথনের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ। ঝাড়খন্ড, বীরভূম, হুগলী, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের প্রায় একশো জন প্রতিযোগী প্যারাথনে অংশগ্রহণ করেন। 

আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি সাবর্ণ কুমার দে জানান কৃত্রিম পা, ক্রাচ, হুইল চেয়ার, ট্রাই সাইকেল, অর্থোসিস এবং প্রসথেসিসের সাহায্য নিয়ে এই প্রতিযোগীরা প্রায় এক কিলোমিটার প্যারাথন সম্পূর্ণ করেন। শ্রী অরবিন্দ স্টেডিয়াম থেকে শুরু করে প্যারাথন শেষ হয় বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে।

 যাত্রাপথ পুলিশ প্রশাসনের তত্বাবধানে এবং মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স এর উপস্থিতিতে সম্পূর্ণ হয়। প্যারাথন শেষে অংশগ্রহণকারীদের হাতে মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০ র প্রাক্তন জেলাপাল ডাঃ কুশনাভ পবি।