পুনরায় ব্লক সভাপতি পদে মনোনীত হয়েই সকলকে নিয়ে চলার বার্তা মেহেমুদ খানের
Sangbad Prabhati, 18 January 2024
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লক সভাপতিদের নাম তৃণমূল কংগ্রেসের অফিসিয়য়াল পেজে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় পূর্ব বর্ধমানের জামালপুরে দল পুনরায় সভাপতি হিসাবে মেহেমুদ খানের উপরই আস্থা রাখে। মেহেমুদ খানকে পুনরায় ব্লক সভাপতি হিসাবে ঘোষণায় ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক সহ নেতাদের মধ্যে খুশির হাওয়া। শুভেচ্ছা জানাতে ছাত্র যুব সকলেই ব্লক পার্টি অফিসে উপস্থিত হন।
মেহেমুদ খান আমাদের মুখোমুখি হয়ে প্রথমেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন দল তাঁর উপর ভরসা রেখেছে তাই দলের অনুগত হয়েই তিনি কাজ করে যেতে চান। সামনেই লোকসভা ভোট দলের সকল কর্মী সমর্থকদের এক হয়ে লড়াই করে দলের মনোনীত প্রার্থীকে বিধানসভার মতোই লোকসভায় বিপুল ভোটে জেতাতে হবে। তিনি বলেন যদি কোনো কর্মী কোনো ক্ষোভের কারণে মনে কষ্ট পেয়ে বসে থাকেন তাঁরা সকলে এগিয়ে আসুন দলের জন্য কাজ করুন। তিনি বলেন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করুন। তিনি চান সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লোকসভা ভোট বিজেপি ও সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করতে। তার সঙ্গে আরও জানিয়ে দেন বিধানসভা, পঞ্চায়েতের মতো লোকসভা ভোটেও জামালপুর থেকে দলীয় প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।