তৃণমূলের কর্মী সভা থেকে সম্প্রীতি মিছিলের ডাক
Sangbad Prabhati, 20 January 2024
অতনু হাজরা , জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে কালারা তিরুপতি স্টোরে ব্লকের কর্মীদের নিয়ে একটি সভা আয়োজন করে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এই সপ্তাহ ঘুরলেই জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোদার মাঠে হবে সভা। এছাড়াও দলের পক্ষ থেকে আগামী ২২ জানুয়ারি সম্প্রীতির মিছিল করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। এই বিষয় গুলি আলোচনার জন্য কর্মীদের ডাকা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সব শাখা সংগঠনের নেতা, অঞ্চল সভাপতি ও কর্মীরা।
কয়েক হাজার কর্মী সমর্থক আজকের এই সভায় উপস্থিত ছিলেন। শনিবারের এই সভা থেকে সম্প্রীতির মিছিল বা মহা মিছিলের ডাক দেন ব্লক সভাপতি মেহেমুদ খান। তিনি বলেন আগামী ২২ জানুয়ারি দুপুর দুটোর সময় হালারা বিপত্তারিনিতলা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত করা হবে এই মহা মিছিল। এই সভায় অংশ গ্রহণ করে যথেষ্ট উজ্জীবিত হয়েছেন কর্মী সমর্থকরা।