স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি
Sangbad Prabhati, 16 January 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ নদীয়ার নবদ্বীপ থানার দন্ডপালি তলায় ভাগীরথীর ঘাটে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অসিত দে জানান, এই দিন বিকেলে তিনি গঙ্গার ঘাটের একপাশে মাছ ধরছিলেন। সেই সময় ১ ব্যক্তি নদীর ঘাটে জামা, জুতো খুলে স্নান করতে নেমে হঠাৎ করে জলে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে তিনি মাছ ধরার ছিপ ছুঁড়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ব্যক্তি জলে তলিয়ে যায়।
পাশাপাশি অপর এক প্রত্যক্ষদর্শী বালক রাজদীপ সাহা জানায়, এই দিন বিকেল আনুমানিক তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে হঠাৎ জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।