Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রামমন্দির প্রতিষ্ঠায় বিশেষ পূজা পাঠ



রামমন্দির প্রতিষ্ঠায় বিশেষ পূজা পাঠ




Atanu Hazra
Sangbad Prabhati, 25 January 2024

অতনু হাজরা, জামালপুর : অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। আর সেই দিনই জামালপুরের গ্রাম কালনা বারোয়ারী বিশেষ পূজা পাঠ, নাম সংকীর্তন , গীতা পাঠ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে নাম সংকীর্তন সহযোগে হয় গ্রাম পরিভ্রমণ। 

 পরে বিশেষ পুজো পাঠ, গীতা পাঠ এবং সব শেষে প্রচুর মানুষ বারোয়ারী তলায় খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ চক্রবর্তী জানান, গ্রামের মানুষ খুব আনন্দ ও উৎসাহের সঙ্গে আজকের অনুষ্ঠানে যোগদান করে ও প্রসাদ গ্রহণ করেন।