মতুয়া সংঘের বার্ষিক অনুষ্ঠানের শেষদিনে রক্তদান শিবির
Sangbad Prabhati, 20 January 2024
সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সংঘের চার দিনের বার্ষিক অনুষ্ঠানের শেষ দিনে রক্তদান শিবির করা হয়। উদ্বোধন করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার সুশীল মুর্মু। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, জিএসটি যুগ্ম কমিশনার, স্বাস্থ্য আধিকারিক, মতুয়া সংঘ জেলা সভাপতি তথা মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বর্ধমানের শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রায় এদিন এই শিবির করা হয়। এই রক্তদান শিবিরের সহযোগিতায় ডাঃ সুশীল মুর্মু উদ্যোক্তাদের হাতে পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী তারকনাথ সাহা।