Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'আমার পাঠশালা'র উদ্যোগে বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব‌


 

'আমার পাঠশালা'র উদ্যোগে বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব‌




Sangbad Prabhati, 28 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠশালা" এখন বিভিন্ন মহলে পরিচিত পেয়েছে। বিশেষ করে আমার পাঠশালা'র সম্পাদক সন্দীপ পাঠক এর আন্তরিকতা এবং তাদের কর্মধারায় ক্রমশঃ শুভানুধ্যায়ীরা এগিয়ে আসছেন। রবিবার আমার পাঠশালা'র উদ্যোগে বর্ধমানের আদৰ্শ বিদ্যালয়ে পালিত হলো বর্ষবরণ-২০২৪, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব‌। অনুষ্ঠানে "আমার পাঠশালা "-র পঞ্চাশ জন দুঃস্থ, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দেওয়া হয় পেয়ারা, কলা, খেজুর, লেবু সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও শিক্ষা সামগ্রী। 

শিশুদের দুপুরের আহারের ব্যয়ভার বহন করেন পলাশ চৌধুরী ও লাবণ্য রায়। পুষ্টির দিশা কর্মসূচির ব্যয়ভার বহন করেন সুবোধ মালিক, শিক্ষা সামগ্রী প্রদান করেন অম্লান মজুমদার ও বিপুল সন্ন্যাসী। অনুষ্ঠানে উপস্থিত পিছিয়ে পড়া শিশুদের মিষ্টিমুখ করান সহকারী বিদ্যালয় পরিদর্শক সুদীপ্ত পাল। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ঈদ বক্স, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল ও পলাশ চৌধুরী, বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, সমাজসেবী ও সাংবাদিক সফিকুল ইসলাম, সমগ্র শিক্ষা মিশণের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাসমল হাটী, তাহের আলী সেখ, ডাঃ রামনারায়ণ দাস, বাচিক শিল্পী সেখ জাহাঙ্গীর সহ বিশিষ্ট সাংবাদিকরা।

 "আমার পাঠশালা"-র পক্ষ থেকে উপস্থিত সকলকে পাঠশালার ক্যালেন্ডার, স্মারক, পেন ইত্যাদি দিয়ে সংবর্ধিত করা হয়। পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক, সভাপতি মিন্টু পান্ডে, রাজকুমার লাহা, অতনু ঘোষ সৌরভ পাঁজা, তপন পাল, মোশারফ হোসেন। পাঠশালার শিশুরা সম্মিলনী উৎসবে সাংস্কৃতিক কার্যক্রমে অংশ গ্রহণের পাশাপাশি খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করে।