জামালপুর বই মেলা মঞ্চ থেকে দুই কবির কাব্য গ্রন্থ প্রকাশ
Atanu Hazra
Sangbad Prabhati, 19 January 2024
Sangbad Prabhati, 19 January 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলা বই মেলা এবার অনুষ্ঠিত হলো জামালপুরে। ১৭ জানুয়ারি বইমেলার শেষ দিনে বই মেলার মঞ্চ থেকে প্রকাশিত হলো
দু'জন কবির কাব্য গ্রন্থ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ডি এল ও নির্মাল্য অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তিনজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। অতিথিদের হাত দিয়ে প্রকাশিত হলো জামালপুরের স্থানীয় কবি সুভাশিষ হালদারের কবিতার বই 'ভালোবাসার পৃথিবী' ও ডা: আফজল আলীর লেখা 'পুরনো শব্দের বকুল ফুল'। বই দুটি প্রকাশিত করতে পেরে খুশি দুই কবি। জেলা বই মেলা থেকে স্থানীয় কবিদের বই প্রকাশ হওয়ায় এলাকার মানুষজনও খুশি।