Scrooling

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার 'সৃষ্টিশ্রী মেলা'


 

স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার 'সৃষ্টিশ্রী মেলা'
Sangbad Prabhati, 14 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত হবে সৃষ্টিশ্রী মেলা। আগামী ১৯ জানুয়ারি দুর্গাপুর হাটে মেলার উদ্বোধন হবে। এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। 

তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার 'সৃষ্টিশ্রী মেলা'। এই মেলায় থাকছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এবং প্রতিদিন মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। সাংবাদিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী সহ অন্যান্যরা।

দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।