Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার 'সৃষ্টিশ্রী মেলা'


 

স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার 'সৃষ্টিশ্রী মেলা'




Sangbad Prabhati, 14 January 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত হবে সৃষ্টিশ্রী মেলা। আগামী ১৯ জানুয়ারি দুর্গাপুর হাটে মেলার উদ্বোধন হবে। এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। 

তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার 'সৃষ্টিশ্রী মেলা'। এই মেলায় থাকছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এবং প্রতিদিন মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। সাংবাদিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী সহ অন্যান্যরা।

দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।