Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জুয়েলার্স সচেতনতা কার্যক্রম তথা অ্যাওয়ারনেস ক্যাম্প

 


জুয়েলার্স সচেতনতা কার্যক্রম তথা অ্যাওয়ারনেস ক্যাম্প




Sk Samsuddin
Sangbad Prabhati, 13 January 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : জুয়েলার্স সচেতনতা কার্যক্রম তথা অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজিত হয় মেমারি শহরের একটি অনুষ্ঠান হলে। শনিবার ভারতীয় মানক ব্যুরো পূর্ব ক্ষেত্রীয় কার্যালয় কলকাতার আয়োজনে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কলকাতা ব্রাঞ্চ অফিস ২ এর হেড এন্ড ডিরেক্টর অনিন্দ্য চক্রবর্তী, এস এস এ অলকা কুমারী, এইচ এম এ নিতু কুশ্বহা, বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল, সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল সহ সকল স্বর্ণ ব্যবসায়ী সদস্যরা। এখানে হলমার্ক, লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কি কি করা যাবে বা কি করলে দন্ডনীয় অপরাধ হবে, সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়।