Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Sabala Mela স্বয়ম্বয় গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী প্রদর্শন বিপননে কাটোয়ায় জেলা সবলা মেলা


 

 Sabala Mela 


স্বয়ম্বয় গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী প্রদর্শন বিপননে কাটোয়ায় জেলা সবলা মেলা 




Rahul Roy
Sangbad Prabhati, 31 December 2023
রাহুল রায়, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার শুভ উদ্বোধন হলো কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের মাঠে। মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পি ওয়ান খেড়ে, সাংসদ সুনীল মণ্ডল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বিধায়ক শম্পা ধারা, বিধায়ক অপূর্ব চৌধুরী, অভেদানন্দ থান্ডার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, মেহেবুব মন্ডল সহ অন্যান্যরা। 

জেলার সবলা মেলা এইবার তৃতীয় বছরে পড়লো। এই মেলায় ৮৪ টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে কাটোয়া কে ডি আই স্কুলের মাঠে। মেলার স্টলগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শশী পাঁজা। গতবছর মেলা থেকে প্রায় ২৬ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছিল। তবে এবছর বেশি টাকার জিনিস কেনা বেচা হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। শনিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের মাঠে।