Primary School Level Drama Competition
আন্ত: প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা
Sangbad Prabhati, 22 December 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের পরিচালনায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা হল শুক্রবার। পরিবেশ সচেতনতা বিষয়ক এই নাটক প্রতিযোগিতায় অংশ নেয় শহরের ১০ টি প্রাথমিক বিদ্যালয়।
রবীন্দ্রভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান মহিলা থানার আই সি বনানী রায়, নাট্য ব্যক্তিত্ব ললিত কোনার, আরতি ঘোষ। ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্যরা। বিচারক হিসেবে ছিলেন নীলেন্দু সেনগুপ্ত, ধ্রুবজ্যোতি কেশ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতনু রক্ষিত জানান, স্কুল স্তর থেকে পরিবেশ রক্ষার বার্তা এবং নাট্যচর্চায় উৎসাহ প্রদানের জন্যই এই উদ্যোগ। দীর্ঘদিন পর প্রাথমিক স্কুল স্তরে নাট্য প্রতিযোগিতা আয়োজন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন নাট্যমোদী মানুষজন।