Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Primary School Level Drama Competition আন্ত: প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা


 

 Primary School Level   Drama Competition 

আন্ত: প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা


Sangbad Prabhati, 22 December 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন  মিলিত প্রয়াসের পরিচালনায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা হল শুক্রবার। পরিবেশ সচেতনতা বিষয়ক এই নাটক প্রতিযোগিতায় অংশ নেয় শহরের ১০ টি প্রাথমিক বিদ্যালয়। 

রবীন্দ্রভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান মহিলা থানার আই সি বনানী রায়, নাট্য ব্যক্তিত্ব ললিত কোনার, আরতি ঘোষ। ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্যরা। বিচারক হিসেবে ছিলেন নীলেন্দু সেনগুপ্ত, ধ্রুবজ্যোতি কেশ। 

উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতনু রক্ষিত জানান, স্কুল স্তর থেকে পরিবেশ রক্ষার বার্তা এবং নাট্যচর্চায় উৎসাহ প্রদানের জন্যই এই উদ্যোগ। দীর্ঘদিন পর প্রাথমিক স্কুল স্তরে নাট্য প্রতিযোগিতা আয়োজন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন নাট্যমোদী মানুষজন।