Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Gang of robbers arrested ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ৭


 

 Gang of robbers arrested 


ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ৭




Kajal Mitra
Sangbad Prabhati, 6 December 2023

কাজল মিত্র, আসানসোল : ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। পশ্চিম বর্ধমানে ডাকাতির উদ্দেশ‍্যে জড়ো হওয়া ৭ জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে কুলটির থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত আটটা পনেরো নাগাদ পুলিশ ভ্রাম‍্যমান ডিউটি করার সময় বিশেষ সূত্রে খবর পায় কুলটির কদোভিটা পুরানডি গ্রামের মাঠে ১০ জনের একটি দল ডাকাতির উদ্দেশ‍্যে জড়ো হয়েছে। ওই দলের কাছে কিছু ধারালো অস্ত্র সহ তিনটি মোটর বাইক রয়েছে। এরপর পুলিশের মোবাইল গাড়িটি আরো একটি মোবাইল গাড়ির সাথে যুক্ত হয়ে সন্দেহজনক ওই দলটিকে ধাওয়া করে। তবে পুলিশের তাড়া খেয়ে দলটি পালাতে চেষ্টা করলেও পুলিশ সাতজনকে ধরে ফেলে। যাদের নাম যথাক্রমে মনোজ সোরেন (৩৫), শান্তিময় দাস (৩৭), কিশোর মুর্মু (৩০), পীযুষ পাশোয়ান (২২), আশীষ কুমার (৩১) ধর্মেন্দ্র সাউ (৩০) ও মহেশ চৌহান (২৮)। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক সহ একটি ভোজালি একটি ধারালো ছুরি, একটি লোহার রড, একটি লোহার চেন, একটি বাঁশের লাঠি ও একটি নাইলন দড়ি বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করে তারা ডাকাতির উদ্দেশ‍্যে জড়ো হয়েছিল। ধৃতদের বুধবার আসানসোল আদালতে পেশ করে তদন্তের জন্য পুলিশী হেফাজতে নিয়েছে।