Football Final
মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল ফাইনালে বিজয়ী নীলাঞ্জনা এফসি পেল দেড় লক্ষ টাকা
Sangbad Prabhati, 14 December 2023
কাজল মিত্র, আসানসোল : বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ এর প্রচেষ্টায় বৃহস্পতিবার বারাবনী থানার অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের পানুরিয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল খেলার ফাইনাল প্রতিযোগিতা। বারাবনি ব্লকের পানুড়িয়া ফুটবল গ্রাউন্ডে ১৪ তম বর্ষের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগেই অনুষ্ঠিত হয়েছিল যার ফাইনাল খেলাটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নীলাঞ্জনা এফসি এর সাথে ক্যালকাটা জর্জ টেলিগ্রাফ।
আট দিবসীয় এই ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড চলচিত্র জগতের নায়িকা ভাগ্যশ্রী পাটবর্ধন, একই সাথে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ পার্থপ্রতিম সরকার, বারাবনি থানা ইনচার্জ মনোরঞ্জন মন্ডল, ডেপুটি মেয়র ওয়াসিমুক হক, হীরাপুর সিআই শিবনাথ পাল, বিধায়ক পত্নী সুচিস্মিতা উপাধ্যায়। এদিনের খেলায় নীলাঞ্জনা এফসি বনাম ক্যালকাটা জর্জ টেলিগ্রাফ এর হাড্ডা হাড্ডি খেলায় ট্রাইবেকার এর মাধ্যমে জর্জ টেলিগ্রাফ দলকে হারিয়ে নীলাঞ্জনা এফ সি জয়ী হয়।এই খেলায় বিশেষ আকর্ষণ পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বিজিত দলকে এক লক্ষ টাকা সহ সুদৃশ্য মোমেন্ট প্রদান করা হয়।
এদিন খেলার মাঠে দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মত। প্রধান অতিথি ছাড়াও খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মালা বাউরি, পূজা মান্ডি, জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত,পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ, আশিষ মন্ডল সহ আরো অনেকে।