Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিল্পী ও ভক্ত সমাবেশ


 

সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিল্পী ও ভক্ত সমাবেশ


Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 11 December 2023

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে নবদ্বীপ রেলওয়ে রিক্রেয়েসন ক্লাবের মাঠে আয়োজিত হলো শিল্পী ও ভক্তদের নিয়ে বিশাল সমাবেশ। 

সেই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার দুপুর দুটো নাগাদ নবদ্বীপে এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঞ্চে তাকে বরণ করে নেওয়া হয় সারা ভারত কীর্তণ বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে। এরপর বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার  মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ প্রসঙ্গে বলেন, এথিক্স কমিটি যা করেছে সঠিক করেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে স্বাস্থ্যের স্বাস্থ্য ভালো নয় বলে রাজ্য সরকারকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

রাম মন্দির উদ্বোধনের দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দ্বিতীয় দীপাবলি পালনের আহ্বান জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন অসংখ্য শিল্পী ও ভক্তদের উপস্থিতির পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রানাঘাট সংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চ্যাটার্জি, সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি সিদ্ধার্থ নস্কর প্রমুখ।