Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের মহামিছিলে মহিলাদের জনসমুদ্র


 

তৃণমূলের মহামিছিলে মহিলাদের জনসমুদ্র



Sk Samsuddin
Sangbad Prabhati, 31 December 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : "বাংলার মানুষ দিচ্ছে ডাক, দলনেত্রী মমতা ব্যানার্জী ও যুবরাজ অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে কেন্দ্র থেকে বিজেপি সরকার নিপাত যাক" এই স্লোগানকে সামনে রেখে মেমারি-১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে দলুইবাজার ১ অঞ্চলে মহামিছিল করা হয়। রবিবার মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী গীতা দাসের নেতৃত্বে দশটি অঞ্চলের মহিলাদের নিয়ে এই মহামিছিল হয়। একপ্রকার বলা যায় মহিলাদের জনসমুদ্র। এছাড়াও অগণিত কর্মী ভাই-বোনদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার বিরোধী প্রতিবাদ মিছিল করা হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন মেমারী ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ সভাপতি বসন্ত রুইদাস, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ ঘোষ, মৎস কর্মাধ্যক্ষ সুজয় চন্দ্র শিকদার, মেমারি ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মহঃ সাজাহান, মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সভাপতি মীর পারভেজ উদ্দিন, সহ সকল অঞ্চল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই মিছিলে কয়েক হাজার মহিলার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।