Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বচ্ছতা অভিযানে বিডিও


 

স্বচ্ছতা অভিযানে বিডিও




Atanu Hazra
Sangbad Prabhati, 3 December 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন ব্লকের বিডিও পার্থ সারথি দে এবং জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ও আশা কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্লাস্টিক বর্জ্য সহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। 

বাড়ি বাড়ি গিয়ে তাঁরা মানুষকে বর্জ্য বিশেষ করে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিক গুলো তুলে ধরেন।জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন, একটু সময় লাগবে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বে। তখন তাঁরা নিজেরাই সচেতন হয়ে যাবে। তিনি আরো বলেন, পঞ্চায়েত সমিতি থেকে যে বর্জ্য সংগ্রহের গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবে।