Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

স্বচ্ছতা অভিযানে বিডিও


 

স্বচ্ছতা অভিযানে বিডিও




Atanu Hazra
Sangbad Prabhati, 3 December 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন ব্লকের বিডিও পার্থ সারথি দে এবং জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ও আশা কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্লাস্টিক বর্জ্য সহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। 

বাড়ি বাড়ি গিয়ে তাঁরা মানুষকে বর্জ্য বিশেষ করে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিক গুলো তুলে ধরেন।জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন, একটু সময় লাগবে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বে। তখন তাঁরা নিজেরাই সচেতন হয়ে যাবে। তিনি আরো বলেন, পঞ্চায়েত সমিতি থেকে যে বর্জ্য সংগ্রহের গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবে।